1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
অনিয়মের পথেই এগুচ্ছে কুমিল্লা চক্ষু হাসপাতাল,পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর পানি , সকলকে সতর্ক থাকার আহবান মুরাদনগরে গণপিটুনিতে মা-মেয়ে সহ তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর শিক্ষার্থী তাসফির আত্মহত্যা ঘিরে উত্তাল কুমিল্লা কালেক্টরেট স্কুল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচার দাবি টানা বর্ষণে কুমিল্লা শহরে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ শিরোনাম: বাঞ্ছারামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে  ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি রাইস মিলকে  ৬০ হাজার টাকা জরিমানা দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ 

অনিয়মের পথেই এগুচ্ছে কুমিল্লা চক্ষু হাসপাতাল,পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৪০১ Time View

কুমিল্লা চক্ষু হাসপাতালটি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। তবে সম্প্রতি, বৈষম্য বিরোধী ছাত্ররা হাসপাতালটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, কুমিল্লার সাবেক এমপি বাহারের সময়ের লোকদের সরিয়ে নতুন যোগ্য লোকদের নিয়ে হাসপাতাল পরিচালনা পর্ষদ কমিটি পুনর্গঠন করা হোক।

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীরা বলেন, “আমরা দেখতে পাচ্ছি যে, হাসপাতালটি এখনো আওয়ামী লুটপাটকারীদের কবলে পড়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা চাই, হাসপাতালটি পুনর্গঠন ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক।

স্থানীয় সূত্র জানান, কুমিল্লা আলেখারচর চক্ষু হাসপাতালটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এটি চোখের সমস্যায় ভুগতে থাকা দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছে1। তবে, বর্তমানে হাসপাতালটির ব্যবস্থাপনায় কিছু সমস্যা দেখা দিয়েছে যা রোগীদের সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটাচ্ছে।

ছাত্র সমাজের দাবি, হাসপাতালটির পুনর্গঠন করা হোক এবং এর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক। তারা আরও দাবি করেছেন, হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জোবায়েদা হান্নানের অবদানকে যথাযথভাবে সম্মান জানাতে তার নামে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের।

হাসপাতালে দায়িত্বরত একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিতর্কিত কমিটি বাতিল করে নতুন নেতৃত্বের হাতে হাসপাতালটি পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। তাদের দাবী বর্তমান কমিটিতে সাবেক এমপি বাহারের অনুসারীরা নতুন রূপে আশ্রয় নিয়েছে। আওয়ামী সরকার আমলে কমিটিতে থাকা বিএনপি পন্থী আইনজীবী এডভোকেট তাইফুর রহমান সহ অন্যান্য সদস্যদের বাদ দিয়ে নতুন ও গ্রহণযোগ্য নেতৃত্ব দাবী স্থানীয়দের। স্থানীয় ও ছাত্র সমাজের মতে, এই নতুন কমিটি হাসপাতালের সেবা ও পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

স্থানীয়রা বলেন, “আমরা চাই, হাসপাতালটি পুনর্গঠন করা হোক এবং আমাদের সেবা প্রাপ্তিতে যেনো কোনো বিঘ্ন না ঘটে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুমিল্লা চক্ষু হাসপাতালটি পুনর্গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং ছাত্র সমাজের দাবি পূরণ করা অত্যন্ত জরুরি। এটি শুধু একটি হাসপাতাল নয়, বরং একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com