কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কার্তিকপুর (চাঁপাপুর) গ্রামে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুল নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২৩ বীর ও র্যাবের সমন্বয়ে গঠিত একটি টিম উপজেলার কার্তিকপুর গ্রামের আব্দুল ওয়াহাবের বাড়িতে অভিযান চালায়। অভিযানে জব্দ করা হয় একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুইটি পাইপগান, তিনটি ককটেল, ছয় রাউন্ড শটগানের গুলি, একটি ৭.৬৫ মিমি গুলি, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আটককৃত শিমুল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। রেজাউল এক সময় স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজিতে সরাসরি জড়িত।
বর্তমানে শিমুল নিজেকে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারি আবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অপতৎপরতায় যুক্ত ছিলেন। যৌথবাহিনী জানিয়েছে, অস্ত্র সরবরাহ ও সহিংস কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে। পলাতক সন্ত্রাসী রেজাউলকে ধরতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে তারা।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, “যৌথবাহিনীর অভিযানে একজনকে অস্ত্রসহ আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।