1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
আওয়ামী দোসর ডালিম-মামুনের নিয়ন্ত্রণে ইপিজেড সুবিধা নিচ্ছেন বিএনপি নেতারা! - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু পদুয়ার বাজারে মাছের মেলা : সপ্তাহে দু’দিন কোটি টাকার বেচাকেনা চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী সামান্য বালুর জন্য শিশুকে ডোবাতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার যুবদল নেতা পিয়ালের মৃত্য : বন্ধু ও রাজনৈতিক অঙ্গনে শোকের মাতম বিএনপি-জামায়াত দন্ধে পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ, সরকারি জায়গা উদ্ধার

আওয়ামী দোসর ডালিম-মামুনের নিয়ন্ত্রণে ইপিজেড সুবিধা নিচ্ছেন বিএনপি নেতারা!

অনলাইন ডেস্ক :
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১১৮ Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সেই সঙ্গে ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আওয়ামী লীগ আমলে জুট ব্যবসা নিয়ন্ত্রণকারী নেতাকর্মীরাও। আত্মগোপনে থেকেও জুট ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক সময়ের সাবেক এমপি বাহারের অর্থ ও অস্ত্র যোগানদার একাধিক মামলার আসামী মামুন ও ডালিম। অভিযোগ রয়েছে, অবৈধ সরকারের সময়ে কুমিল্লা ইপিজেডে বেপজা কার্যালয়ে যোগদান করা কোনো কর্মকর্তা-কর্মচারী এখনো বহাল তবিয়তে। এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের সময়কার ক্ষমতার দাপট দেখিয়ে যারা ইপিজেড নিয়ন্ত্রণ করতেন, এখনো তাদের নিয়ন্ত্রণেই ইপিজেড।
বেপজার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত ও দলের মিল থাকায় ডালিম ও মামুন সেই আগের মতোই ইপিজেড থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিচ্ছেন। অভিযোগ উঠেছে ডালিম ও মামুন দীর্ঘ সাড়ে ১৬ বছরে ইপিজেড থেকে জিরো থেকে হিরো বনে গেছেন। তাদের অবৈধ উপায়ে আয়ের বিশাল একটি অংশের ভাগ পেতেন কুমিল্লা সদর আসনের এমপি হাজ্বী আ ক ম বাহাউদ্দীন বাহার। ডালিম ও মামুনের অর্থ ও অবৈধ অস্ত্র এমপি বাহারকে শক্তিশালী করে তুলেছিলেন। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডালিম ও মামুনের অর্থ ও অবৈধ অস্ত্র কুমিল্লার অলিগলিতে ছড়িয়ে পড়ে। সেই অস্ত্রের গুলিতে বহু পরিবার সন্তান হারা, কেউ স্বামী বা ভাইকে হারিয়েছেন। কেউ কেউ পঙ্গুত্ব বরণও করেছেন জুলাই ছাত্র আন্দোলনের সময়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানান, ডালিম ও মামুন জুট ব্যবসার আড়ালে মাদক ও অবৈধ অস্ত্রের চালানও দিতেন।
অভিযোগ রয়েছে ডালিম ও মামুনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে তাদের পূর্ণবহাল রাখতে কিছু বিএনপি নেতা উঠে পড়ে লেগেছেন। ডালিম ও মামুনের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকলেও দিব্যি ইপিজেডে ব্যবসা করে যাচ্ছেন। ডালিম ও মামুনকে রাজনৈতিক নেতা ছাড়াও সার্বিক সহযোগিতা করছেন ইপিজেডের সাবেক বেপজা কর্মকর্তা-কর্মচারী, সিকিউরিটি ইনচার্জ, ইপিজেড ফাঁড়ি ইনচার্জসহ আরও অনেকে।
ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে কুমিল্লা ইপিজেডের অবস্থান হওয়ায় পণ্য পরিবহনে বাড়তি সুবিধা থাকায় কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়ছে। ১৯৯৯ সালের ৭ মার্চ ২৬৭ দশমিক ৪৬ একর জমি নিয়ে কুমিল্লা ইপিজেডের যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে ২৩৯টি প্লট রয়েছে। প্রায় ৬৫টি ফ্যাক্টরি রয়েছে। ইতিমধ্যে সব প্লট বরাদ্দের চুক্তি হয়ে গেছে। চীন, তাইওয়ান, ফ্রান্স, হংকং, মরিশাস, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশের বিনিয়োগকারীরা কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কোম্পানির বাঙালি কর্মকর্তারা জুট ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকে টাকা নিয়ে জুট ব্যবসায়ী মামুন ও ডালিমসহ বিএনপির নেতাদের সাথে চুক্তিবদ্ধ হয়। এর মধ্যে জুট ব্যবসায়ী মামুন নাসা ডেনিম, ডানা স্পিনার, নাসা স্পিনিং, সুতি-গার্মেন্ট ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করে। ডালিম ব্যান্ডিক্স কোম্পানি জয়েন ডিবি জুতা ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করে। যা প্রতি মাসে কোটি টাকা আয় করে। কাস্টমসের মাধ্যমে এসব মালামাল ইপিজেড গেট থেকে বের করে। এসব জুট নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ডালিম, মামুনসহ অনেকেই ব্যবসা করে আসছে। এছাড়াও অন্যান্য কোম্পানিগুলোও ডালিম ও মামুনের সাথে জড়িত রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা পালিয়ে গেলেও ডালিম, মামুনসহ অনেকে আত্মগোপনে থেকে বিএনপির সাথে যোগসাজশে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়াও অনেক সরকারি কর্মকর্তারা বদলি হলেও বেপজার কেউই বদলি হয়নি। বিভিন্ন বাড়ি, ফ্ল্যাটে বসে গোপন মিটিংয়ের মাধ্যমে এসব চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ইপিজেডের কতিপয় কর্মকর্তা, সিকিউরিটি ইনচার্জ খলিলুর রহমান, ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে মামুন ও ডালিমসহ বিএনপির নেতাকর্মীদের যোগসাজশে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুরো ইপিজেড তাদের নিয়ন্ত্রণে। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা ইপিজেড এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় নেতা যারা ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত এবং শিল্প এলাকায় চাঁদাবাজি করত তাদের সঙ্গে যুক্ত হয়েছে সরকার পতনের পর নতুন চাঁদাবাজরা। মূলত শিল্প এলাকায় ঝুট ব্যবসা ও চাঁদাবাজি নিজের নিয়ন্ত্রণে রাখতেই শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে।
বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, কুমিল্লা ইপিজেডে আওয়ামী লীগের ব্যবসায়ীরা এখন দাপটের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারণ হচ্ছে বিএনপি নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া। ডালিম ও মামুন রাতের আধারে বিএনপির নেতাকর্মীদের সাথে গোপন মিটিং ও কমিশনের মাধ্যমে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com