ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শুক্রবার (৩১ জানুয়ারি) ঘোষণা করেছে যে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যদি ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘অমর একুশে বইমেলা’ ঘিরে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, “বইমেলাকে কেন্দ্র করে গত সরকারের আমলে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিদের আমরা নজরদারিতে রাখছি।”
বইমেলাকে কেন্দ্র করে উস্কানিমূলক বই প্রকাশ সম্পর্কে কমিশনার বলেন, “কয়েকটি সমন্বয় সভা করেছি। বাংলা একাডেমির কর্মকর্তাদের বলা হয়েছে যেন উস্কানিমূলক বই মেলায় না আসে।”
আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন সম্পর্কে তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের আমরা গ্রেফতার করেছি। তারা যদি প্রোগ্রাম করার চেষ্টা করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেব।”
ডিএমপি কমিশনার আরও উল্লেখ করেন যে, ঢাকাতে আন্দোলনের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনগণের কষ্ট হচ্ছে। তিনি বলেন, “মানুষকে অনুরোধ করব যাতে তারা ছোটখাটো দাবিতে রাস্তা না আটকে।”
এছাড়া, ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, “আমরা আমাদের মেকানিজমে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি।”