কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজ্বী আ ক ম বাহাউদ্দীন বাহার শীঘ্রই আত্মসমর্পণ করতে পারেন। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানান, ৫ আগস্ট ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা সহ বহু এমপি মন্ত্রী দেশ ছেড়ে ভারতের পালিয়ে যান। এরমধ্যে কুমিল্লা সদর আসনের এমপি হাজ্বী আ ক ম বাহাউদ্দীন বাহার ও কন্যা তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন। এমপি বাহার ক্যান্সার আক্রান্ত হয়ে ক্যামো থেরাপি নিচ্ছেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে সূত্র জানান। ইতোমধ্যে তিনি আইনজীবীদের সাথে যোগাযোগ করে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র বলেন, সাবেক এমপি বাহার যেহেতু অসুস্থ, আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে সহজ শর্তে জামিন মঞ্জুর করবেন।
অন্য একটি সূত্র জানান, এমপি বাহারের পর কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদ, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র বাহার কন্যা সূচনা ও দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। তবে জামিনের পর রাজনীতিতে ফেরা অনিশ্চিত সাবেক এমপি বাহারের। এদিকে দুদক অনুসন্ধানে সাবেক এমপি বাহারের অবৈধ উপায়ে অর্জিত সম্পদের বিষয়ে অনুসন্ধান করছেন। এরমধ্যে “বাহার মার্কেট” নামে পরিচিত টাউন হল হকার্স মার্কেটটি এমপি বাহারের হাতছাড়া হয়ে টাউন হলের নিয়ন্ত্রণে চলে গেছে।
অভিযোগ রয়েছে, “সোনালি স্কয়ার” ভবনটি বহুতল ভবন নির্মাণ করে দোকানিদের দোকান বুঝিয়ে দিতে পারলেও আইনি জটিলতার কারণে ফ্লাট মালিকদের দলিল হস্তান্তর করতে পারেননি এমপি বাহার। শেখ হাসিনাকে খুশি করতে মুক্তিযোদ্ধার নামে লিজ কৃত সম্পত্তি দখল করে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের বহুতল ভবন নির্মাণ করেন এমপি বাহার।