কুমিল্লা শহরে আমেরিকার প্রবাসী পরিবারের ভূসম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। শহরের কৃষ্ণনগর এলাকায় প্রবাসী আবুল বাশারের ক্রয় করা জমিতে জবর দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে নীলাচল টাওয়ার-১ এর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিল্ডিং কোড অমান্য করে বেআইনীভাবে বহুতল ভবন স্থাপন করছে নীলাচল-১। প্রবাসী আবুল বাশার জেলা প্রশাসন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টাসহ বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ২৪ নভেম্বর ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে ২৫ নভেম্বর সরেজমিনে তদন্ত করা হয় এবং ভবনটির প্ল্যান অনুমোদন না থাকার কারণে নীলাচল টাওয়ার-১ এর সকল স্থাপনার কার্যক্রম স্থগিত রাখার মৌখিক নির্দেশ প্রদান করা হয়।
তবে নীলাচল টাওয়ার-১ ইমারত আইন না মেনে অবৈধভাবে ভবন নির্মাণ করায় প্রতিবেশী প্রবাসীর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর আগে কয়েকদিন স্থাপনার কার্যক্রম বন্ধ রাখার পর পুনরায় স্থাপনার কার্যক্রম শুরু করা হয়।
ইমারত আইন ও ফায়ার সার্ভিস আইন লঙ্ঘন : এলাকাবাসীর অভিযোগ, নীলাচল টাওয়ার-১ এর নির্মাণকাজে ইমারত আইন ও ফায়ার সার্ভিস আইন যথাযথভাবে মানা হয়নি। ফলে ভবনটি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চালানো হয়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
প্রবাসীদের কষ্টার্জিত টাকার দাবি : প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিন্তু তাদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত না করে বাউন্ডারি ভেঙে ফেলা হয়েছে। পরে তা পুনর্নির্মাণ না করে উল্টো প্রবাসীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
এলাকাবাসীর দাবি : এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কষ্টার্জিত টাকার সঠিক ব্যবহার না করে উল্টো হয়রানি করা অত্যন্ত দুঃখজনক।”
প্রশাসনের হস্তক্ষেপ দাবি : এলাকাবাসী ও প্রবাসীরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তারা চান, ইমারত আইন ও ফায়ার সার্ভিস আইন মেনে ভবনটি পুনর্নির্মাণ করা হোক এবং প্রবাসীদের হয়রানি বন্ধ করা হোক।
ভুক্তভোগী প্রবাসী মোঃ আবুল বাশার বলেন, “অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ লোকজন আমাকে ভয় দেখাচ্ছে এবং জমিজমা আত্মসাৎ করার পাঁয়তারা করছে। আমি সরকারের কাছে ন্যায় বিচার চাই।”
অভিযোগের বিষয়ে নীলাচল টাওয়ার-১ এর মালিক শাফিকুর রহমান বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, “বিষয়টি আমার জানা নেই, অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”