কুমিল্লার নাঙ্গলকোটে মসজিদে আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশু।
বুধবার (১০ জুলাই) আসরের নামাজের পর নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির পাটোয়ার গ্রামের উত্তর পাড়া মসজিদে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সন্ধ্যার দিকে ধর্ষণের অভিযোগে ওই মসজিদে ওয়াক্তিয়া নামাজ পড়ানোর জন্য ইমামতির দায়িত্বে থাকা মাদ্রাসার সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একই ইউপির হিয়াজোড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করা ওই কিশোর গত চারদিন আগে পাটোয়ার উত্তর পাড়া মসজিদে ওয়াক্তিয়া নামাজের জন্য ইমামতির দায়িত্ব নেন। সেই সঙ্গে পাটোয়ার ফাজিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণিতে ভর্তি হয় ওই কিশোর। সেই সুবাদে পাটোয়ার উত্তর পাড়ার এক কৃষক তার পাঁচ বছরের কন্যা শিশুকে আরবি পড়ানোর জন্য ওই কিশোরের কাছে পাঠান।
বুধবার বিকেলে কৃষকের শিশুকন্যা আসরের নামাজ শেষে আরবি পড়তে মসজিদে গেলে তাকে ওই কিশোর ধর্ষণ করে। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তারগণ প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ওই কন্যাশিশুকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে হেসাখাল ইউপির ৮নং ওয়ার্ড সদস্য কাজিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছে।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।