মহানগর প্রতিনিধি।।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আব্দুল্লাহ আল মেহেদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ। তিনি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে বলেন,
“এই সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের ছাত্রসমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে—যারা নৈতিকতা, আদর্শ এবং ইসলামী চেতনায় বলীয়ান হয়ে জাতির নেতৃত্ব দিতে পারবে। কুমিল্লা পলিটেকনিক শাখার নবগঠিত কমিটি ইনশাআল্লাহ এই দিকনির্দেশনায় কাজ করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ও রবিউল ইসলাম মিয়াজি। তারা বলেন,
“পলিটেকনিক ক্যাম্পাসে ইসলামী আদর্শ ছড়িয়ে দিতে নতুন কমিটিকে দায়িত্ববান ও নিষ্ঠাবান হতে হবে। ছাত্রদের মধ্যে নৈতিকতা ও শিষ্টাচার প্রতিষ্ঠার জন্য তাদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সভাপতি মামুন বিন নুরুল ইসলাম। তিনি বলেন,
“ছাত্র আন্দোলন শুধু দাবি আদায়ের মাধ্যম নয়, বরং এটি একটি আদর্শিক সংগ্রাম। এই সংগঠন এমন একটি প্লাটফর্ম, যা ছাত্রদের আলোকিত মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। পলিটেকনিক শাখার নেতৃবৃন্দকে একনিষ্ঠভাবে দাওয়াতি ও সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে।”
নবঘোষিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে ক্যাম্পাসে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক আয়োজনটি ছিল উৎসাহব্যঞ্জক, আবেগঘন ও দিকনির্দেশনামূলক।