কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ আটক শেখ জুয়েল (৪৫) নামের এক বিএনপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি, থানায় পুলিশের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হলেও, ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগরের বাঙ্গরা বাজার ব্রিক ফিল্ডের পাশে অভিযান চালায় বাঙ্গরা বাজার থানার এসআই আল আমিনের নেতৃত্বে একটি দল। সেখান থেকে শেখ জুয়েল ও তার চার সহযোগীকে ৭০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নেওয়া হয়।
রাত সাড়ে ৮টার দিকে জুয়েল অসুস্থ হয়ে পড়লে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেক)-এ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
নিহতের স্ত্রী শিল্পী বেগম বলেন, “আমার স্বামী সকালে ইন্টারনেট বিল সংগ্রহে গিয়েছিলেন। দুপুরে জানি পুলিশ ধরে নিয়ে গেছে। থানায় গিয়ে দেখা করতে চাইলে বাধা দেওয়া হয়। পরে অনুরোধে দেখা করতে দিলে তিনি আমাকে বলেন, ‘আমি কিছু করিনি, আমাকে ছাড়ানোর চেষ্টা করো।’ এরপর রাতে জানতে পারি তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু ততক্ষণে তিনি মারা গেছেন।”
ছেলে শেখ সিহাব ও চাচাত ভাই বিএনপি নেতা শেখ সফিকুল ইসলাম দাবি করেছেন, জুয়েলকে বিনা অপরাধে আটক করে পুলিশ নির্যাতন চালিয়েছে। তার মৃত্যু ঘিরে রাতে বাঙ্গরা বাজার থানার সামনে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনার ব্যাপারে থানার ওসি মাহফুজুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।