ফয়েজ আহমেদ ভূঁইয়াঃ
কুমিল্লা বুড়িচং এর কংশনগর বাজারে “কংশনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির” শুভ উদ্বোধন করেন সমিতির সদস্য ও ব্যবসায়িক বৃন্দ।
আজ ১৬ ই ডিসেম্বর (সোমবার) বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে কংশনগর বাজারে “কংশনগর বাজার ব্যবসায়িক কল্যাণ সমিতির” শুভ উদ্বোধন উপলক্ষে একটি রেলি ও পথসভার আয়োজন করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও ব্যবসায়ীগণ।
উক্ত সমিতির সদস্যগণ বাজারের বিভিন্ন স্থানে র্যালি শেষে ফজলুল হক টাওয়ারের সামনে এসে অবস্থান করে ব্যবসায়ীদের কল্যাণে বক্তব্য পেশ করেন, ব্যাবসায়ী জহিরুল হক কাইয়ুম (আহবায়ক,পারোয়ারা), ইমরান হোসেন (কংশনগর) আহবায়ক,ব্যাবসায়ী জামাল(পশ্চিম সিংহ) সদস্য, ব্যাবসায়ী বশির উদ্দিন (রামচন্দ্রপুর) সদস্য,ব্যাবসায়ী হানিফ(পারুয়ারা) সদস্য, ব্যাবসায়ী মোস্তফা হোসেন খাঁন(হাসনাবাদ) সদস্য সহ অন্যান্য ব্যাবসায়ীগণ।
বক্তব্যে”কংশনগর বাজার কল্যাণ সমিতির” আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন,কংশনগর বাজারের সকল প্রকার ব্যবসায়ীবৃন্দের বাজারকেন্দ্রিক যেকোনো ধরনের যৌক্তিক সমস্যার প্রয়োজনে কংশনগর বাজার কল্যাণ সমিতি সর্বদাই ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশক্তিবদ্ধ। কংসনগর বাজারে সকল ব্যবসায়ীদের জন্য সদস্যপদ উন্মুক্ত হতে পারে বলে জানান র্যালিতে অবস্থিত সদস্যবৃন্দ আরো জানান সকল ব্যবসায়ীই হতে পারেন এই কল্যাণ সমিতির একজন সদস্য।