কক্সবাজারের টেকনাফে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা উদ্ধার করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। রবিবার (৩০ জুন ২০২৪খ্রিঃ) দুপুর অনু: ০১:৩০ ঘটিকায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের আওতাধীন হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী সংগীয় ফোর্সসহ কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া সাকিনস্থ আব্দুল আলীম এর বাড়ির সামনে চেকপোস্ট করাকালীন টেকনাফ হতে কক্সবাজার অভিমূখী পালকী সার্ভিস এর একটি লোকাল বাস যাহার (রেজিঃ নং- কক্সবাজার-জ-১১-০৩৩৫) এর যাত্রীর আসন হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।