কাকৈরতলা প্রবাসী ফোরাম ও যুব সমাজের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় পয়ালগাছা বনাম বিষ্ণুপুর ইয়াং স্টার ক্লাবের খেলার মাধ্যমে টুর্ণামেন্টের কার্যক্রম শুরু হয়।
রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সবুজ ও মাইনুল হাসান, এবং ধারাভাষ্যকার ছিলেন শরীফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদক, ইভটিজিং ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা যায়। তারই ধারাবাহিকতায় বরুড়াতে কাকৈরতলা একটি আদর্শ গ্রাম হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্রা ইউনিয়নের বিএনপি নেতা সোহেল পারভেজ এবং বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ও বরুড়া উপজেলা ক্রিয়া সদস্য নজরুল ইসলাম সাদ্দাম, বিজরা বাজার তালুকদার ফ্যাশনের স্বত্বাধিকারী মোশারফ তালুকদার।
বিশিষ্ট সমাজসেবক প্রফেসর শফিকুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও যুবদল নেতা মিলন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন পন্ডিত, মোশাররফ তালুকদার, মাষ্টার সোলাইমান, মাসুদ তালুকদার, নোমান মিয়াজী, ছাত্রনেতা শাকিল, আবু ছায়েদ, সবুজ, মিশকাত, ইমরান, রাজু, রাজন ও হাবিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।