1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লায় অপরাধ দমনে অভিনব সাফল্য : কোতয়ালী মডেল থানার ওসি সহ চার কর্মকর্তা পুরস্কৃত - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল চারজনের আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দখলে নিতে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জন আটক কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের কুমিল্লায় কোতোয়ালী মডেল থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক বুড়িচংয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ প্রতারক শাহিন আলমের বিরুদ্ধে নিজ গ্রামে মানববন্ধন শুভ উদ্বোধন হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। চৌদ্দগ্রামে শাহিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী

কুমিল্লায় অপরাধ দমনে অভিনব সাফল্য : কোতয়ালী মডেল থানার ওসি সহ চার কর্মকর্তা পুরস্কৃত

মোহাম্মদ কাজী নুর আলম :
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩১৭১ Time View

অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তে অনন্য পেশাদারিত্ব দেখিয়ে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালী মডেল থানাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেনসহ চার কর্মকর্তা এই পুরস্কার গ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ মে) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়। জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফিসহ উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

থানা সূত্রে জানা যায়, চলিত বছরের অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, হারানো মোবাইল উদ্ধারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নির্মূলে বিশেষ অবদান রাখেন কোতয়ালী মডেল থানা পুলিশ। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে থানার ওসি ফিরোজ হোসেন এ সম্মাননা পদক অর্জন করেন।

পুরস্কার প্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা হলেন:

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): শিবেন বিশ্বাস, শ্রেষ্ঠ ইনচার্জ (কান্দিরপাড় পুলিশ ফাঁড়ি): দীনেশ চন্দ্র গুপ্ত

শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: শেখ মফিজুর রহমান এছাড়াও মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করে পুলিশকে সহায়তা করায় জেলার ০২টি থানার ০২ জন গ্রাম পুলিশকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

এই সম্মাননা পুরস্কার গ্রহণের মাধ্যমে কুমিল্লা জেলার পুলিশ বাহিনী তাদের অপরাধ দমনের দৃঢ় প্রতিজ্ঞা ও পেশাদারিত্বের প্রতি আরও দায়িত্বশীল হবেন।

এবিষয়ে ওসি মোঃ ফিরোজ হোসেন বলেন, এই সম্মাননা আমাদের কোতয়ালী মডেল থানার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার প্রতিফলন। আমরা সবসময় জনগণের সেবা এবং অপরাধ দমনে সচেষ্ট থাকি। এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে আমাদের দায়িত্ব আরও বেশি দায়িত্বশীলতার সাথে পালন করতে। আমি আমার সহকর্মীদের এবং কুমিল্লা জেলা পুলিশের প্রতি গর্বিত এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com