কুমিল্লা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে টাউট প্রতিরোধে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কুমিল্লার সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে এসেছে এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ১১ নভেম্বর ২০২৪ তারিখে “রফিক” নামের এক ব্যক্তি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির একজন বিজ্ঞ আইনজীবীর সীল ও স্বাক্ষর জাল করে বরুড়া সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তায় দেওয়ানী ৪৪১/২৪ ইং মোকদ্দমা দায়ের করেন। বিজ্ঞ আইনজীবী বিষয়টি অবগত হওয়ার পর এডভোকেট মাহবুবুল আলম রিমনকে জানান। এরপর তিনি কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম ভূইয়াকে বিষয়টি অবহিত করেন। মো: জাহাঙ্গীর আলম ভূইয়া সত্যতা যাচাই করে টাউট রফিককে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
উল্লেখ্য, টাউট রফিককে এর আগেও কুমিল্লা আইনজীবী সমিতি বিভিন্ন বিষয়ে প্রতারণা ও জালিয়াতির জন্য সতর্ক করেছিল এবং মুচলেকা নিয়েছিল। এই ধরনের ঘটনা প্রতিরোধে কুমিল্লা আইনজীবী সমিতি আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।