1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লায় আত্মগোপনে জনপ্রতিনিধিরা, ফোনও বন্ধ - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ চৌদ্দগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ এ. টি. এম. আক্তার উজ্জামানের যোগদান চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ পালাতে গিয়ে কুমিল্লা সীমান্তে আটক জেলা আওয়ামীলীগ সভাপতি রাসূল (সা.)-এর আদর্শই বর্তমান সমাজকে আলোকিত করতে পারে : ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল চৌদ্দগ্রামে পোল্ট্রি ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা, ৩ লক্ষাধিক টাকা ছিনতাই চৌদ্দগ্রাম থানার নতুন ওসি হিসেবে এ. টি. এম. আক্তার উজ্জামান এর যোগদান মহানবী (স:) এর পরে আর কেউ অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেনি : শিবির সেক্রেটারী জাহিদুল ইসলাম কুমিল্লায় ইসলামী ব্যাংকের ডিপোজিটরদের সাথে মতবিনিয় নামের অক্ষর দিয়ে সংবাদ লেখায়, বিএনপি নেতার মামলা

কুমিল্লায় আত্মগোপনে জনপ্রতিনিধিরা, ফোনও বন্ধ

অনলাইন ডেস্ক :
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩১৪৪ Time View

ক্ষমতার পালাবদলের পর নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে চলে গেছেন ‍কুমিল্লার আওয়ামী লীগ সমর্থিত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা। তাদের মোবাইল ফোনও বন্ধ। ফলে উন্নয়নমূলক কাজের পাশাপাশি ট্রেড লাইসেন্স, জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ প্রদান কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।

তবে কেউ কেউ কর্মস্থলে না এসেও অজ্ঞাত স্থান থেকে কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে স্থবিরতা নিরসনে স্থানীয় সরকার বিভাগ থেকে অনুপস্থিতদের তালিকা করা হচ্ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ১১ সংসদীয় আসনে উপজেলা ১৭টি। এ ছাড়া একটি সিটি করপোরেশন, একটি জেলা পরিষদ, ৮টি পৌরসভা ও ১৯৩টি ইউনিয়ন পরিষদ আছে। এসব প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধিদের বেশির ভাগই আওয়ামী লীগপন্থি। সরকার পতনের পর হামলার আশঙ্কায় তারা এলাকা ছাড়েন। এসব প্রতিষ্ঠানে এখনো প্যানেল মেয়র কিংবা প্যানেল চেয়ারম্যানের হাতে দায়িত্ব দেওয়া হয়নি।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর সিটি মেয়র তাহসীন বাহার সূচনা কুমিল্লা ছাড়েন। তিনি ভারতে চলে গেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করলেও এ নিয়ে সিটি করপোরেশনের কেউ মুখ খোলেননি। এ ছাড়া আওয়ামী লীগপন্থি প্যানেল মেয়র ও কাউন্সিলররা উধাও। মাঠে আছেন বিএনপি-জামায়াতপন্থি ১১ কাউন্সিলর।

খোঁজ নিয়ে আরও জানা যায়, লাকসাম পৌরসভার মেয়র সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের অনুসারী আবুল খায়ের পাটোয়ারী। সরকার পতনের দিন হামলা হয় তার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসায়। বর্তমানে তিনি কোথায় আছেন তা কেউ জানে না। মোবাইল ফোনও বন্ধ। হোমনা উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি অধ্যক্ষ আবদুল মজিদের স্ত্রী রেহেনা মজিদ। তিনিও অফিসে আসেন না। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম নগরীতে নেই। বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেনও পলাতক।

সূত্র : দেশ রূপান্তর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com