ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কুমিল্লা শাখার আয়োজনে ছাত্র-জনতা, ওলামা মাশায়েখ ও ডিপোজিটরদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে। ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে ব্যাংকের কুমিল্লা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের কুমিল্লা জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: নাসির উদ্দীন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আজিজুল হক। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলভার গ্রুপের চেয়ারম্যান ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মো: মোজাম্মেল হক মুরাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইংরেজি বিভাগের (অবসরপ্রাপ্ত) বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনিরুজ্জামান, রমনা ইন্টারন্যাশনাল মটরস এর স্বত্বাধিকারী মনির হোসেন, দারুল ইসলাম মডেল মাদরাসার পরিচালক মুহাম্মদ ইব্রাহীম ফয়সাল, গ্রামীণ হাউজিং এর চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল ইসলাম মজুমদার সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের আরডিএস অফিসার আয়াত উল্লাহ হেলাল।