স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে ৪ হাজার ১৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঈদগাহ ময়দানে ২ হাজার ১০৭টি এবং বিভিন্ন মসজিদে ১ হাজার ৯১১টি জামাত অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়।
শনিবার সকাল ৮টায় নগরীর মোগলটুলি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহীম। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ মুনাজাত করা হয়। এই জামাতে অংশ নেন পাঁচ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি।
জামাত শেষে কুমিল্লা জেলার বাসিন্দাদের ঈদের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। তিনি বলেন, “ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এটি মহান আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের শিক্ষা বহন করে।” তিনি আরও বলেন, “কোরবানির পর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন ও প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা আবশ্যক।”
এদিকে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৪০০ পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন জানান, “১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে পুরো নগরী কোরবানির বর্জ্য মুক্ত করা হবে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
কুমিল্লাবাসীর অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের বিভিন্ন বাহিনী ছিল সক্রিয়।