কুমিল্লার মুরাদপুরে প্রায় ২০০ বছরের পুরনো একটি পুকুর ধ্বংসের মুখে পড়েছে। নগরীর ১৪ নং ওয়ার্ডের ২য় মুরাদপুর কর্নেল নওয়াজেশ উদ্দিনের বাড়ির পাশে অবস্থিত এই পুকুরটি স্থানীয়দের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। আশপাশে আর কোনো পুকুর না থাকায়, আগুনের দূর্ঘটনায় ফায়ার সার্ভিসের পানির উৎস হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী মহলটি পুকুরের চারপাশে ময়লা-আবর্জনা ফেলে ধীরে ধীরে পুকুরটি ভরাট করার চেষ্টা করছে। পুকুরের একটি অংশে মরহুম আমির আলি মেম্বারের ছেলে নুরুল ইসলাম ৪ শতক পুকুর ক্রয় করেছেন এবং জলাধার আইন অমান্য করে ট্রাকের পর ট্রাক মাটি ফেলে পুকুরটি ভরাট করছেন। এতে পুকুরটির পানি ধারণক্ষমতা সংকুচিত হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব জানিয়েছেন, পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শক পাঠানো হয়েছে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী, পূর্ব অনুমতি ছাড়া পুকুর-জলাশয় ভরাট নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযুক্ত নুরুল ইসলাম দাবি করেছেন, তিনি ১৫ বছর আগে জমিটি কিনেছেন, কিন্তু আওয়ামী লীগের লোকজনের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় তা দখলে নিতে পারেননি।
স্থানীয়রা দ্রুত পুকুরটি পরিষ্কার করে জনগণের ব্যবহারের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন।