দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ প্রকাশ্যে যেখানে সাংবাদিকদের অনীহা সেখানে কুমিল্লায় কর্মরত সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর জীবনের ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ সংগ্রহের কাজে সক্রিয় ছিলেন। মানছুরের সক্রিয় ভূমিকা নিস্ক্রিয় করতে কুমিল্লার সাবেক এমপি বাহারের লালিত তথাকথিত সাংবাদিক নামধারীরা তাঁকে হত্যা পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায়
গত ২১ মে ও ৬ আগষ্ট আব্দুল্লাহ আল মানছুরের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিত ভাবে রানীর বাজার ও কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোড চর্থা এলাকায় হত্যার উদ্দেশ্য নিয়ে বেআইনি জনতাবদ্ধে একত্রিত হয়ে সাবেক সংসদ সদস্য বাহরের মিডিয়া পিএস দেলোয়ার হোসেন জাকির, সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা কর্মী আনোয়ার হোসেন, আশিকুর রহমান আশিক সহ একটি সঙ্ঘবদ্ধ দল তাঁকে হত্যার জন্য হামলা চালায়।
হামলায় সাংবাদিক মানছুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হামলার ঘটনায় মামলা করতে গিয়ে সন্ত্রাসীদের হুমকি মুখে বেক পেতে হয়।
হামলার ঘটনার বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দৈনিক সবুজ বাংলা পত্রিকা সহ বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশের জেরে জাকির, আশিক, আনোয়ার সহ অন্যান্যরা আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
এঘটনায় আহত সাংবাদিক আব্দুল্লাহ আল মানছুর বাদী হয়ে এজাহার নামীয় ২৪ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।