কুমিল্লা মহানগর শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র আন্দোলনে আহত কামরুলের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহির তাজওয়ার ওহি, মুখপাত্র জাবেদ, মুখ্য সংগঠক মোস্তফা জিহানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে নগদ ৫০ হাজার টাকা এবং একটি হুইল চেয়ার প্রদান করা হয়। কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান সমাজের সকল বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া তিনি কুমিল্লা জেলার সকল হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আহত এবং শহীদদের বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
গ্রান্ড দেশপ্রিয় হোটেলের স্বত্বাধিকারী ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক পিংকু চন্দ্রের সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি পরিচালিত হয়। পিংকু চন্দ্র আহত কামরুলের পরিবারকে প্রতিমাসে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন এবং আগামী দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সেবামূলক কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।