ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে- এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ। দিবসটি উপলক্ষে ভ্যাট বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চালান সংগ্রহে উৎসাহ দিতে এবারের দিবসটি উদযাপন করছে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ।
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন উপলক্ষে মাঠ পর্যায়ে করদাতাদের নিবন্ধন, রিটার্ন, ই-পেমেন্ট, ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণ, চালানপত্র ইস্যু, ইএফডি মেশিন ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে সরাসরি সার্কেল, বিভাগ ও কমিশনারেট থেকে বিশেষ সেবা দেওয়া হবে।
এ বছরের ১০ ডিসেম্বর ১৪ তম বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে। এর আগে, প্রতি বছর ১০ জুলাই জাতীয় ভ্যাট দিবস পালিত হতো। বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সাল থেকে দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
আজ (মঙ্গলবার)॥ ১০ ডিসেম্বর শুক্রবার ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপনের লক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।কর্মসূচির অংশ হিসেবে নগরীর নজরুল এভিনিউসহ কুমিল্লার দপ্তরে সকালে আলোচনা সভা হলে ও তবে এবার ভ্যাটদাতাকে সম্মাননা দেওয়া হবে না ।
এছাড়া ভ্যাট দিবসে শোভাযাত্রাসহ বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে।
কুমিল্লা এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দেশের সার্বিক উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো, ভ্যাট দিবস ২০২৪ ও মহান বিজয়ের মাসে এটাই হোক আমাদের দৃপ্ত অঙ্গীকার। এছাড়া এনবিআরের দিবসে অনেক কর্মসূচি বাতিল করা হলেও কেন্দ্রীয়ভাবে সেমিনার ছাড়াও সকল ভ্যাট অফিসে করদাতাদের বিশেষ সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহে করদাতাদের মধ্যে ভ্যাট সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে তিনি জানান।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা কর অঞ্চলের কমিশনার জনাব শেখ মোঃ মনিরুজ্জামান,অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান।