১৮ ডিসেম্বর সোমবার সকালে কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার পরিদর্শক মো: শরিফুল ইসলাম এঁর নেতৃত্বে জেলা সদরের ধর্মপুর দরগাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় জাকির হোসেনের স্ত্রী’র বসত ঘরে তল্লাশী চালিয়ে ১৯০ বোতল (নিষিদ্ধ) স্কার্ফ সিরাপ সহ জাকির হোসেনর স্ত্রী নার্গিস আক্তার(৩৬)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বলেও বিষয়টি নিশ্চিত করেন সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।