1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লায় ত্রাণ দিতে যাওয়া আইজিপি ও র‌্যাব মহাপরিচালককে অবরুদ্ধ - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ চৌদ্দগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ এ. টি. এম. আক্তার উজ্জামানের যোগদান চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে ধানের চারা, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ পালাতে গিয়ে কুমিল্লা সীমান্তে আটক জেলা আওয়ামীলীগ সভাপতি রাসূল (সা.)-এর আদর্শই বর্তমান সমাজকে আলোকিত করতে পারে : ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল চৌদ্দগ্রামে পোল্ট্রি ব্যবসায়ীর উপর পরিকল্পিত হামলা, ৩ লক্ষাধিক টাকা ছিনতাই চৌদ্দগ্রাম থানার নতুন ওসি হিসেবে এ. টি. এম. আক্তার উজ্জামান এর যোগদান মহানবী (স:) এর পরে আর কেউ অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করেনি : শিবির সেক্রেটারী জাহিদুল ইসলাম কুমিল্লায় ইসলামী ব্যাংকের ডিপোজিটরদের সাথে মতবিনিয় নামের অক্ষর দিয়ে সংবাদ লেখায়, বিএনপি নেতার মামলা

কুমিল্লায় ত্রাণ দিতে যাওয়া আইজিপি ও র‌্যাব মহাপরিচালককে অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩০৭৭ Time View

বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে না যাওয়ার অভিযোগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ও র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমানকে কুমিল্লায় অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত কুমিল্লা জিলা স্কুল মাঠে তাদের অবরুদ্ধ করে রাখা হয়।

শিক্ষার্থীদের দাবি, সেখানে কোনো বন্যার্ত ছিলেন না। ফটোসেশনের জন্যই এমন ত্রাণ বিতরণের আয়োজন করা হয়েছে।

আইজিপি এবং র‌্যাব মহাপরিচালককে বন্যার কেন্দ্রস্থলে যাওয়ার জন্য আহ্বান করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আমরা এখানে আজকে তিনদিন কাজ করছি, একজন পুলিশ আসছেন আমাদের সঙ্গে কথা বলতে? এখানে আশ্রয় নেওয়া বাচ্চাগুলো চিকিৎসা পায় না।

যাদের ত্রাণ দিতে এসেছেন, তারা কি বন্যার্ত? তাদের অনেককে জিজ্ঞেস করেছি, কেউ এসেছেন নগরীর ধর্মপুর থেকে, কেউ এসেছেন চর্থা থেকে। ওইদিকে কি বন্যা আছে? তারা এই সময় ত্রাণ বিতরণে জেলা ও পুলিশ প্রশাসন যেন শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সেই দাবি জানান।

এ সময় আইজিপি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেশের জন্য অনেক কাজ করছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো সমন্বয় না হওয়ার কারণে এখানে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছিল। আমাদের পুলিশ র‌্যাব প্রান্তিক জনপদে গিয়ে কাজ করছেন। আপনাদের যেকোনো ভালো উদ্যোগকে আমরা পেছন থেকে সহায়তা করব। ’

এ সময় কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানও কথা বলেন।

পরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার একটি পিকআপভ্যান পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের দেওয়া হয়। এছাড়া নৌকাসহ বিভিন্ন উপকরণ জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দেওয়া হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, বিকেল সোয়া ৩টার দিকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টার যোগে কুমিল্লায় আসেন আইজিপি মো. ময়নুল ইসলাম ও র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। হেলিকপ্টারে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অবতরণ করেন তারা। পরে কুমিল্লা জিলা স্কুলে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে যান। ত্রাণ বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হইচই শুরু করলে আইজিপি মঞ্চে না উঠে কয়েকজন বানভাসি মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে উঠে যান। বেরিয়ে যাওয়ার পথে জিলা স্কুলের মূল ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com