নিখোঁজের ১৪ দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালক সায়মন মিয়া (১৭) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সায়মন মুরাদনগর উপজেলার খামারবাড়ি গ্রামের বাছির মিয়ার ছেলে এবং কৃষ্ণনগর ঘোড়ামারা এলাকায় ফয়েজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারের সাথে বসবাস করতেন।
স্থানীয়রা বুধবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউপি এলাকার আলেখারচর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশের একটি ডোবায় হাত পা বাঁধা কম্বল মোড়ানো মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত মরদেহের খবর পেয়ে নিখোঁজ সায়মনের মা লায়লা আক্তার ঘটনাস্থলে এসে চুল ও পড়নের পোশাক দেখে মরদেহটি তার ছেলের বলে সনাক্ত করেন।
লায়লা আক্তার জানান, গত ২৭ নভেম্বর সায়মন ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয় এবং এরপর থেকেই নিখোঁজ ছিল। বহু খোঁজা খুঁজির পর কোথাও না পেয়ে ২৮ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছেলের অর্ধগলিত মরদেহ দেখতে পান। তিনি জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং প্রশাসনের সাথে এ বিষয়ে কথা বলবেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মা লায়লা আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রজু করেছেন। উপপরিদর্শক ইকবাল হোসেন ইতিমধ্যেই মামলার তদন্ত কাজ শুরু করেছেন এবং তদন্তের পর প্রকৃত ঘটনা ও অপরাধীরা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।