কুমিল্লা সদরের আলেখারচর উত্তরপাড়া এলাকার ১৮ বছর বয়সী তরুণ জিসান ওরফে সবুজ গত ২১ ডিসেম্বর রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এবং চার দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। বহু খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা ও স্বজনরা। ভয়, অনিশ্চয়তা ও দুর্ঘটনার আশঙ্কায় তারা হন্যে হয়ে ঘুরছেন নানা স্থানে এবং সহায়তা চাইছেন জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের।
জিসানের পিতা জজু মিয়া জানান, তারা আলেখারচর উত্তরপাড়া এলাকায় ভাড়া থাকেন। গত ২১ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত কারো ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে জিসানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, একই এলাকার প্রতিবেশী ভাড়াটিয়া সোহেলের স্ত্রী শান্তার সাথে জিসানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কথা জানার পর উভয়কেই সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও শান্তা বিভিন্নভাবে জিসানের সাথে যোগাযোগ করতেন।
জজু মিয়া বলেন, “২১ ডিসেম্বর রাতে খাবার খাওয়ার সময় কেউ একজন ফোন করলে সবুজ বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে দেরি হওয়ায় তার ফোনে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু ফোনটি বন্ধ পাই। পরে সকালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শান্তা ও সোহেলের কাছে জানতে গেলে তারা কিছু জানেন না বলে জানান।”
নিখোঁজের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জজু মিয়া। তিনি জানান, দুর্ঘটনার আশঙ্কাসহ অজানা উৎকণ্ঠায় রয়েছেন তারা এবং সন্তানকে ফিরে পেতে জেলা পুলিশ সুপার, যৌথবাহিনী, র্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক সহায়তা কামনা করছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানাধীন নাজিরা বাজার ফাঁড়ী পুলিশের এসআই খলিল জানান, তদন্ত চলমান রয়েছে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ জিসানের সন্ধানে কাজ করা হচ্ছে।