কুমিল্লা মহানগরীর টিক্কারচর এলাকা থেকে নিখোঁজ হওয়া মিশুক চালক মোঃ পরান মিয়ার (৪০) মরদেহ ময়নামতি হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। গত ১৭ মে থেকে নিখোঁজ পরান মিয়ার সন্ধানে পরিবার ও স্থানীয় পুলিশ তৎপর ছিল।
দৈনিক কুমিল্লার ডাক পত্রিকায় প্রকাশিত নিখোঁজ সংবাদের পর, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম পরিবারের মোবাইল নাম্বার চেয়ে নেন। পরবর্তীতে পরিবার জানতে পারে যে হারাতলী পরিত্যক্ত সিএনজি পাম্পের কাছ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে টিক্কারচর কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা ছবি দেখে মরদেহ সনাক্ত করেন।
পরান মিয়ার স্ত্রী মরিয়ম বেগম নিখোঁজের পরদিন কোতয়ালি মডেল থানায় ভোলা মিয়া সহ অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।