রুহুল আমিন চৌধুরী সুমন
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিনের অবহেলা ও মূল্যায়নের অভাবে ক্ষুব্ধ নেতাকর্মীরা গত ১৭ মে, শনিবার রাতে কুমিল্লা মহানগরের কান্দিরপাড়ে অবস্থিত বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘অবৈধ কমিটি মানি না’—এই স্লোগান ধারণ করে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সন্ধ্যায় পার্টি অফিসের সামনে জড়ো হয়। হঠাৎ করেই তারা অফিসটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুরুত্বপূর্ণ দলীয় নথিপত্র, আসবাবপত্র এবং অন্যান্য সরঞ্জাম।
জানা গেছে, পদবঞ্চিত এসব নেতাকর্মী গত ১৭ বছর ধরে দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ত্যাগ স্বীকার করার পরও ন্যায্য মূল্যায়ন না পাওয়ায় তাঁরা চরম হতাশ ও ক্ষুব্ধ। ঘটনার আগে তারা টানা তিন দিন ধরে কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ ও মিছিল করে আসছিলেন।
এই অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লা শহরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং অপরাধীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া না গেলেও, দলীয় সূত্রে জানা গেছে, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
।