গুটিকয়েক অসৎ পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার বিষয়টি ৫ আগস্ট পরবর্তী সময়ে জনসম্মুখে প্রকাশ পায়। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক পরিবর্তন ও অসাধু পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। একদিকে পুলিশের ইমেজ রক্ষায় ব্যস্ত উর্ধতন কর্মকর্তারা, অন্যদিকে গুটিকয়েক অসৎ পুলিশ সদস্য আগের নিয়মেই চলছে।
ভুক্তভোগী পথচারীর অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর (রোববার) রাত ১১ টার সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার টহলে থাকা পুলিশের এসআই আদিলুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রাস্তায় মানুষের জানমাল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকলেও, নিরাপত্তার চেয়ে হয়রানির করার বিষয়টি জনমনে ক্ষোভের সৃষ্টি করছে বেশি।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, সদর দক্ষিণ থানা এসআই আদিলুর রহমান কুমিল্লা টু বরুড়া চন্ডিমুড়া নামক স্থানে মন্দিরের সামনে তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তিনি বিভিন্ন সিএনজি, মোটরসাইকেল, পিকআপসহ যানবাহন তল্লাশি করে যাত্রী সাধারণ ও চালকদের নিকট হতে অনৈতিক সুবিধা আদায় করে থাকেন।
এমনই একজন ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী মো: শাকিল কুমিল্লা থেকে তার নিজ বাড়ি বরুড়াতে যাওয়ার পথে তার পথরোধ করে হেলমেট না থাকায় তার কাছ থেকে ৩শত টাকা উৎকোচ রেখে দীর্ঘ সময় হয়রানি শেষে ছেড়ে দেয়।
এই বিষয়ে অভিযুক্ত এসআই আদিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ-বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “আপনার অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”