1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লায় বাকপ্রতিবন্ধী গর্ভবতী নারীর আশ্রয় সংকট - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু পদুয়ার বাজারে মাছের মেলা : সপ্তাহে দু’দিন কোটি টাকার বেচাকেনা চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী সামান্য বালুর জন্য শিশুকে ডোবাতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার যুবদল নেতা পিয়ালের মৃত্য : বন্ধু ও রাজনৈতিক অঙ্গনে শোকের মাতম বিএনপি-জামায়াত দন্ধে পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ, সরকারি জায়গা উদ্ধার

কুমিল্লায় বাকপ্রতিবন্ধী গর্ভবতী নারীর আশ্রয় সংকট

মোঃ বিল্লাল হোসেন :
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩০২৩ Time View

কুমিল্লার দেবীদ্বারে বাকপ্রতিবন্ধী এক গর্ভবতী নারী, আনুমানিক ২০ বছর বয়সী আকলিমা, গত ২২ দিন ধরে এক বিধবা ভিক্ষুক আয়েশা বেগমের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আকলিমার পরিচয় অজানা, এবং তার গর্ভের সন্তানের দায়িত্ব কে নেবে তা নিয়ে বিপাকে পড়েছেন আশ্রয়দাতা ও এলাকাবাসী।
আয়েশা বেগম জানান, আকলিমা সাত-আট মাসের গর্ভবতী। তার বাড়ি কোথায়, কীভাবে তিনি এখানে এলেন—এসব কিছুই জানা যায়নি। ২২ দিন আগে ভিক্ষা করতে গিয়ে সুবিল বাজারে আকলিমাকে ঘুরতে দেখেন আয়েশা। কথাবার্তা বলতে না পারা আকলিমা তাকে অনুসরণ করে বাড়ি চলে আসেন। এরপর থেকেই আয়েশা নিজের সামান্য আয়ে আকলিমার খাবার ও ভরণপোষণের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু চিকিৎসা বা প্রসবকালীন সহায়তা দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
স্থানীয়রা জানান, আকলিমার গর্ভের সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসছে। তারা প্রশাসনের কাছে আকলিমার পরিচয় সনাক্তকরণ এবং তার চিকিৎসা ও সন্তানের দায়িত্ব গ্রহণের জন্য সাহায্য চেয়েছেন। আকলিমার কোনো নিকটাত্মীয় বা পরিবারের খোঁজ না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
স্থানীয় এক মহিলার ভাষ্যমতে, আকলিমা নিজ নামটি লিখতে পারেন, তবে পিতা-মাতার নাম বা ঠিকানা জানাতে পারেন না। বারবার চেষ্টা করেও তার অতীত সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।
আয়েশা বেগম ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, এ অবস্থায় সরকারি বা বেসরকারি কোনো সহায়তা না পেলে আকলিমার ভবিষ্যৎ অন্ধকারে পড়বে। তারা আকলিমা ও তার অনাগত সন্তানের জন্য একটি সুরক্ষিত আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
এ ঘটনাটি মানবিক সহায়তার জন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজনীয়তার কথাই তুলে ধরছে। আকলিমার ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজন ত্বরিত পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com