আওয়ামী সরকারের টানা ১৫ বছরে যে সকল নেতা-কর্মী দল থেকে সুবিধা নিয়ে কোটি পতি বনে গেছেন আজ সময়ের বিবর্তনে ভোল পাল্টে বিএনপির নেতাদের ফুলেল শুভেচছা জানাতে মরিয়া।
ক্ষোভের সাথে দীর্ঘ ১৫ বছর আওয়ামী সরকারের দুঃশাসন আমলে হামলা-মামলায় জর্জরিত একাধিক কর্মী বলেন, দলের দূর-সময়ে রাজপথে থেকে জীবন যৌবন শেষ করেছি। কতো মিথ্যা মামলা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি-ধমকি হামলার ভয়ে এলাকা ছেড়ে থাকতে হয়েছে। কিন্তু গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিএনপির রাজনীতি ঘুরে দাঁড়ায়। এরইমধ্যে সুবিধাবাদী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের ফুলের শুভেচ্ছা, একান্ত সাক্ষাৎ ও ফুল দেওয়ার ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ত্যাগী বিএনপি নেতা-কর্মীদের নিরব হুমকি দিয়ে যাচ্ছে। যা এক সময় দলের দুর্দিনের ত্যাগি কর্মীদের হুমকির মুখে ফেলবে এইসব সুবিধাবাদী লোকগুলো।
সামপ্রতিক সময়ে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বালুতুবা অফিসের শ্রমিক লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু কে ফুলের শুভেচ্ছা জানায়।
খুঁজ নিয়ে জানা যায়, এই শ্রমিকলীগ নেতা আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করতেন। নগরীর ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সেলিম খান কেও ছাড় দেয়নি এই শ্রমিকলীগ নেতা।
মোস্তফা কামালের ফেসবুকে আপলোড করা ছবির ক্যাপশনে দেখা যায় বিএনপি কে এখনো ব্যাঙ্গচিত্র করে বি এম পি লিখেছেন। এঁরা আসলে কোনো রাজনৈতিক দলের জন্য আর্শীবাদ হতে পারেন না। এদের কাজ দলের নাম ভাঙ্গিয়ে নিজের আখের গোছানো।