কুমিল্লার দাউদকান্দিতে কবির উদ্দিন আহমেদের (রহ:) ৬২তম ইছালে সওয়াবের মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মুসল্লীদের ক্ষোভ দেখা দেয়। এর আগে ১৯ ফেব্রুয়ারি রাতে প্রশাসন দশপাড়ার পীর খন্দকার কবির উদ্দিন আহমেদের ওই মাহফিল বন্ধ করে।
জানা যায়, প্রায় একমাস ধরে আয়োজন করা অনুষ্ঠানটি বন্ধ করে দেয়ায় আয়োজক কমিটির লোকজন হতাশা প্রকাশ করে।মাহফিলের বিশেষ অতিথি সাবেক চেয়ারম্যান মো: মাসুদ আলম বলেন, মাহফিলটি হটাৎ বন্ধ করে দেয়ায় দূর দূরান্ত থেকে আসা মুরিদ ও ভক্ত শুভাকাঙ্ক্ষী হতাশ হয়েছে।
এই বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: আরাফাতুল আলমের সাথে কথা হলে তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি নেয়া হয়নি তাই এই অনুষ্ঠান করা যাবে না।