নিজস্ব প্রতিবেদক ।।
কুমিল্লার কোটবাড়ি উত্তর চৌমুহনী এলাকায় ভুয়া যাত্রী সেজে চালকদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া এক প্রতারককে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা।
গত ১৭ মে রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ও ২৩ বীর: আলেখারচর আর্মি ক্যাম্পের একটি টহল দল কোটবাড়ি উত্তর চৌমুহনী এলাকার একটি পানির পাম্প ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে মো. লিটন মিয়া (পিতা: রোচু মেম্বার) নামে এক প্রতারককে আটক করা হয়।
জানা গেছে, লিটন মিয়া বিভিন্ন মিনি ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার পেছনে থাকা মোবাইল নম্বরে কল করে যাত্রী সেজে চালকদের নির্জন স্থানে ডেকে নিতেন। সেখানে গিয়ে তিনি চালকদের ওপর হামলা চালিয়ে তাদের মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিতেন। এছাড়া, বিকাশের মাধ্যমে অর্থ আদায় করত এবং টাকা না দিলে চালকদের প্রাণনাশের হুমকি দিত। টাকা পাওয়ার পর তাদের মুক্তি দিতেন তিনি।
অভিযান চলাকালে লিটনের কাছ থেকে একটি ছুরি, ফয়েল পেপার, খালি ফেনসিডিলের বোতল, লাইটার, মোমবাতি ও একটি কাঁচি উদ্ধার করা হয়।
আটকের পর প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করে তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।