বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দলটির প্রধান শেখ হাসিনা সহ তার দলের মন্ত্রী-এমপি ও নেতা-কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এরপর, ২৩ অক্টোবর ২০২৪ তারিখে বর্তমান সরকার একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।
এই প্রজ্ঞাপনের পরই কুমিল্লায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর ইপিজেড গেট এলাকা থেকে তাকে আটক করে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
আটক ছাত্রলীগ নেতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহসিন আলম খাঁন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য ও কুমিল্লার চৌদ্দগ্রামের চুন্নু মিয়ার ছেলে।
ওসি মহিনুল ইসলাম বলেন, “মহসিন আলম খাঁনকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।”
ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ করা হয়।