কুমিল্লার কোতোয়ালিতে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন ২০২৪) সকাল ৬:১৫ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উত্তর বাকরনগর এলাকার লাকি বেগম (৩৫)। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এশিয়া লাইন যাত্রীবাহী বাস (রেজিঃ নং- ঢাকা মেট্টো-ব-১৪-৭৬৭৫) এর এক যাত্রী মাদক বহন করছে। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন ও এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রীকে আটক করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকবাল বাহার মজুমদার বলেন, “এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।