গত রোববার (৯ জুন) রাত ১১:৩০ ঘটিকায়, কুমিল্লা জেলার জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে, এসআই উক্যমং রাখাইন ও তার দল কোতয়ালী মডেল থানাধীন কালির বাজারের বাইতুন সালাম ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আব্দুল জলিল মিয়ার ছেলে মোঃ সুমন (৩৫), যিনি নগরীর ৬ নং ওয়ার্ড শুভপুরের বাসিন্দা। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং মাদক বিরোধী লড়াই অব্যাহত থাকবে।