কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাবের পোশাক পরে মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের এক পরিবেশকের ২৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইকারীরা নিজেদের র্যাব পরিচয় দিয়ে বিকাশের একজন বিক্রয় প্রতিনিধিসহ দুইজনকে টাকাসহ তাদের মাইক্রোবাসে তুলে নেন। পরে টাকা রেখে জেলার চান্দিনা এলাকায় তাদের ফেলে দিয়ে পালিয়ে যায় চক্রটি।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বিকাশের চৌদ্দগ্রাম উপজেলার পরিবেশক মো. কুতুব উদ্দিন ওরফে শাওন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বান্নী এলাকায় ঢাকামুখী লেনে রোববার বিকালে র্যাবের পোশাক পরে পাঁচ দুষ্কৃতকারী এই ছিনতাই করেছে। এ ঘটনায় তিনি জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ করেছেন এবং চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
রাত পৌনে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন, “তারা বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা তাদের থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। তবে অপরাধী চক্রকে ধরতে ডিবি পুলিশ কাজ করছে।”
পরিবেশক মো. কুতুব উদ্দিন আরও জানান, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বিকাশের ২৭ লাখ টাকা নিয়ে একটি প্রাইভেট কারে করে কুমিল্লা ফিরছিলেন বিক্রয় প্রতিনিধি নবু মিয়া ও গাড়ি চালক মো. মহসিন। মহাসড়কের মিরশ্বান্নী এলাকায় একটি মাইক্রোবাসে করে আসা র্যাবের পোশাক পরা পাঁচজন লোক প্রথমে প্রাইভেট কারটি থামান। পরে তারা কারে থাকা দুজনকে তাদের গাড়িতে তুলে নেন এবং ২৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে জেলা চান্দিনা এলাকায় তাদের গাড়ি থেকে ফেলে দেন।
রাতে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান বলেন, “বিষয়টি জেনেছি। ভিকটিমদের থানায় আসতে বলা হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত জেনে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অপরাধী চক্রকে শনাক্তের পাশাপাশি আটকের চেষ্টা করছি।