নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের কোটপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে ২৩ বীর-এর আওতাধীন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম আবুল কাশেম (৫৫)। তিনি কোটপাড়া গ্রামের করিম মিয়ার ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্যসহ আটক কাশেমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকবে।