‘জন্ম- মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুমিল্লার দেবিদ্বারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সন্মানীত সেক্রেটারি ও সফল উপজেলা ভাইস চেয়ারম্যান মু.সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত আমির অধ্যাপক অহিদুর রহমান,নবিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম,ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকারিয়া, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার মর্ডান হসপিটালের চেয়ারম্যান মোঃ তমিজ উদ্দিন, দেবিদ্বার প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির, সাধারণ সম্পাদক ময়নাল হোসেন (ভিপি) সমন্বয়ক নাহিদ প্রমুখ। এ আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল,কলেজে মাদ্রাসার প্রতিনিধি, সাংবাদিক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন ইউনিয়নের সচিবগণ উপস্থিত ছিলেন।