কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করতে যাচ্ছেন মোহাম্মদ নাজির আহমেদ খান। বর্তমানে গাজীপুর মেট্রোপলিটনের ডিসি হিসেবে কর্মরত এই পুলিশ কর্মকর্তা তার কর্মজীবনে সৎ, মেধাবী ও কর্তব্যপরায়ণ হিসেবে সুপরিচিত। তার নিজ জেলা ফরিদপুর এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ২৭তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।
মোহাম্মদ নাজির আহমেদ খান তার কর্মজীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটনের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে কাজ করেছেন। ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত না থাকায় জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হওয়ার পূর্বেই তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে অন্যত্র বদলি করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যোগদানের পর থেকেই তিনি বৈষম্যের শিকার হন। জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনের সময় তাকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি থেকে বদলি করে গাজীপুর মহানগর সদর দপ্তরের সংযুক্ত করা হয়।
তথাপি, ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীরা পুলিশ ও পুলিশের বিভিন্ন স্থাপনায় আক্রমণ করার চেষ্টা করলে তিনি সাহসিকতার সাথে মাইক হাতে আন্দোলনরত ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে তাদেরকে শান্ত করেন। তার এই সাহসিকতার ফলে গাজীপুর মহানগর পুলিশের পুলিশ সদর দপ্তর রক্ষা পায়।
মোহাম্মদ নাজির আহমেদ খান তার কর্মজীবনে মেধা ও দক্ষতা, ভালো কাজ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করা সত্ত্বেও ছাত্র অবস্থায় ছাত্রলীগে রাজনীতি না করার কারণে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পিপিএম থেকে বঞ্চিত হন। তার এই ত্যাগ ও নির্ঘুম রাতের ডিউটি, পরিবারের সদস্যদের সময় দিতে না পারার আর্তনাদ, রৌদ্র-বৃষ্টি-শীতে ডিউটির শুরু আছে কিন্তু শেষ নেই—এই সবকিছুই তার কর্মজীবনের অংশ।
কুমিল্লায় পুলিশ সুপার হিসাবে যোগদান করে তিনি কুমিল্লাবাসির নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা সহ পূর্বের ন্যায় সফলতার স্বাক্ষর রাখবেন বলে আশা করা হচ্ছে। তার এই নতুন দায়িত্বে তিনি কুমিল্লার মানুষের আস্থা অর্জন করবেন এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।