কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় কংশনগর বাজার মসজিদ মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা হাজী জসিম উদ্দিন জসিম। প্রধান মেহমান ছিলেন এ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা জামান, আহবায়ক কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দল-যুগ্ন আহবায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম, সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বর্তমান ও সাবেক শীর্ষস্থানীয় কমিটির নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোঃ কামাল হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির বাবুল, মোঃ আবু ইউসুফ তুহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট ফারুক আহমেদ, ডাক্তার মোঃ নজরুল ইসলাম শাহীন, জামাল হোসেন খন্দকার, হাজী রেজাউল করিম রানা, মোহাম্মদ বেলায়েত খান, ফরিদ উদ্দিন মেম্বার, মোঃ জাবেদ কাউসার সবুজ, আনোয়ারুল হক, ফরিদ উদ্দিন শিবলু, মোহাম্মদ দেলোয়ার হোসেন দোলন, মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, নাদিমুর রহমান শিশির, সাদিকুর রহমান, আব্দুল খালেক, বিপি নজরুল ইসলাম, বিপি আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলিম, তোফায়েল আহমেদ, স্বপন আহমেদ পাখি, হাসনাত উল্লাহ মোল্লা, আবুল কাশেম সহ ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: লাভলু। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালাপাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, সওকত আলী ভুইয়া মাষ্টার, সামসুল আলম ভুইয়া, মো: মাসুদ সরকার, সফিক মেম্বার সহ হাজার হাজার নেতাকর্মী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে দেশের এই ক্লান্তি লগ্নে দেশের মাটি ও মানুষকে বিএনপি নেতাকর্মীরা যেন পাহারা দিয়ে রাখে যাতে কোন অপশক্তি কোন ক্ষতি করতে না পারে।” তিনি আরো বলেন, “আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় যেতে হলে কুমিল্লা তথা বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন বিবাদ আমরা চাই না, বিএনপি ক্ষমতায় যেতে হলে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই।