ড. মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা, সৌদিআরব
.
السلام عليكم ورحمة الله وبركاته
কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন মেধাবী ও কৃতিছাত্র জনাব মাওলানা খলিলুর রহমান অদ্য ১৪/০২/২০২৩ উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা থেকে পিএইচডি ডিগ্রি লাভ করলেন।
যার জন্মস্থান চাঁদপুর জেলার অন্তর্গত হাইমচর উপজেলায়। তিনি আলহাজ্ব হজরত মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল ও মোহতারামা আয়েশা বেগমের প্রথম পুত্র। ماشاء الله তিনি পঞ্চম শ্রেণীর মেধা বৃত্তি থেকে শুরু করে কামিল পর্যন্ত প্রতিটি ক্লাসে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সারাদেশে মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অধিকার করাসহ বিভিন্ন পর্যায়ে মেধার স্বাক্ষর রেখে ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সুনাম সারা দেশে ছড়িয়ে দেন।
যিনি বর্তমানে কুমিল্লা শহরের শাসনগাছার বাসিন্দা। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
اطال الله عمره وبارك الله في حياته
ড. মোহাম্মদ খলিলুর রহমান, পবিত্র মক্কায় জুমুআ’র খুৎবা’র বাংলা ভাষায় অনুবাদ করেন ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
২০২২ সালের পবিত্র হজ্বের খুৎবার বাংলায় অনুবাদক হিসেবে ও দায়িত্ব পালন করেছেন।
সুন্দর ও সফল হোক আগামীর পথচলা।
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন!