1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লার মাতৃ ভান্ডার, নাকি মাতৃ ভান্ডারের কুমিল্লা? - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
Title :
চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি ডেঙ্গু আক্রান্ত্র হয়ে চৌদ্দগ্রামে শিবির নেতার মৃত্যু পদুয়ার বাজারে মাছের মেলা : সপ্তাহে দু’দিন কোটি টাকার বেচাকেনা চৌদ্দগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী রাজীব ও শাহীনকে আটক করেছে সেনাবাহিনী সামান্য বালুর জন্য শিশুকে ডোবাতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার যুবদল নেতা পিয়ালের মৃত্য : বন্ধু ও রাজনৈতিক অঙ্গনে শোকের মাতম বিএনপি-জামায়াত দন্ধে পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগ চৌদ্দগ্রামে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ, সরকারি জায়গা উদ্ধার

কুমিল্লার মাতৃ ভান্ডার, নাকি মাতৃ ভান্ডারের কুমিল্লা?

সিরাজুল ইসলাম চৌধুরী:
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৭০১ Time View

কুমিল্লার মাতৃ ভান্ডার নাকি মাতৃ ভান্ডারের কুমিল্লা? এমন প্রশ্ন আসতেই পারে। কারণ, কুমিল্লার যে ঐতিহ্যগুলো রয়েছে এর মধ্যে শীর্ষস্থানীয় হল ‘মাতৃ ভান্ডার’ এর রসমালাই। অনেকের কাছেই কুমিল্লা নামটি শোনামাত্রই প্রথমে মাথায় আসে মাতৃ ভান্ডারের নাম। ১৯৩০ সালে প্রথম ত্রিপুরা রাজ্যের অন্তর্গত কুমিল্লার ঘোষ বংশের হাত ধরে মাতৃ ভান্ডারের সূচনা হয়। শুরুতে এর নাম ছিল ক্ষীরভোগ। পরবর্তীতে নাম দেয়া হয় রসমালাই। রসমালাই প্রস্তুতকরণকারী একজন কারিগরের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন প্রায় পাঁচ-ছয়জন দুগ্ধ উৎপাদনকারী ব্যক্তি এখানে দুধের সরবরাহ করে থাকেন। যা বড় কড়াইতে উত্তপ্ত করে একদম ঘন করা হয়। পরবর্তীতে এর মধ্যে ছোট ছোট বেলনাকার রসগোল্লা ছেড়ে দিয়ে তৈরি করা হয় রসমালাই। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদও এক সময় এই রসমালাই কিনেছেন। এছাড়া বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সাবেক হাইকমিশনারসহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গগণ মাতৃ ভান্ডারের রসমালাই সংগ্রহ করেছেন। বিভিন্ন সময়ে এই সংবাদগুলো এসেছে পত্র-পত্রিকায়। প্রায় সব সময়ই দোকানে প্রচুর ভিড় লেগে থাকে। মানুষজন লাইন ধরে রসমালাই ক্রয় করেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কারিগর ও সংশ্লিষ্টরা। মাতৃ ভান্ডারের একমাত্র বিক্রয়কেন্দ্র কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় গিয়ে এই চিত্র লক্ষ্য করা গেছে। প্রতিদিন গড়ে ঘন্টায় প্রায় ১৫০/২০০ কেজি রসমালাই বিক্রি হয় বলে জানিয়েছেন মাতৃভান্ডার এর বর্তমান স্বত্তাধিকারী অনির্বাণ সেনগুপ্ত। তিনি আরও জানান, অতুলনীয় স্বাদের জন্য দেশ এবং দেশের বাইরে রসমালাই এর প্রচুর চাহিদা রয়েছে। ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর চাহিদা রয়েছে। তবে চাহিদা থাকলেও মূল বিক্রয়কেন্দ্র ব্যতীত নেই কোনো শো-রুম কিংবা বিক্রয়কেন্দ্র। কিন্তু সরেজমিনে গিয়ে লক্ষ্য করা যায় বর্তমানে কুমিল্লার বিশ্বরোড ও আলেখারচর বিশ্বরোড এলাকায় বিভিন্ন বিশ্লেষণে এবং নামে প্রায় ৬০-৭০টি মাতৃ ভার রয়েছে যেগুলোর সবগুলোই ভুয়া। এ ব্যাপারে নেয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। মাতৃ ভান্ডারের সত্তাধিকারীকে বিষয়টি জানানো হলে তিনি বিভ্রান্ত না হয়ে একমাত্র বিক্রয়কেন্দ্র মনোহরপুর থেকে রসমালাই সংগ্রহ করার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com