নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীকে (৩৬) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জুন ২০২৫ ইং তারিখ রাত ৮টার দিকে রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের এক নারীকে ধর্ষণ করে একই গ্রামের বাসিন্দা ফজর আলী @ ফজর, পিতা- শহিদ মিয়া, গ্রাম- বাহেরচর (পূর্ব পাড়া)। ঘটনার সময় স্থানীয়রা তাকে ঘটনাস্থলে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়।
তবে মারধরের পর কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত ফজর। এ সময় উপস্থিত কিছু লোক ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে। এ সংক্রান্তে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা নং-১৮, তারিখ ২৭/০৬/২০২৫ ইং দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতারে তৎপরতা চলছে। পাশাপাশি ঘটনাস্থলে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঘটনার সাথে জড়িত কেউই ছাড় পাবে না। অভিযুক্ত ও ভিডিও ছড়ানো ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পুলিশের পক্ষ থেকে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানাতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ সংশ্লিষ্ট ভিডিও বা ছবি না ছড়াতে।