কুমিল্লার শীর্ষ মাদক সম্রাট যুবলীগ নেতা আব্দুল কাদের এখনও অধরা রয়েছেন। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার সময়, কাদের মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর আশীর্বাদে মাদক ব্যবসায় কোটিপতি হয়ে ওঠেন।
কাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আটিয়াখোলা গ্রামের মোঃ মফিজুল ইসলামের পুত্র। বন্ধু মহলে তিনি “ডাইল কাদের” নামে পরিচিত। গ্রামের দরিদ্র পরিবারের সন্তান কাদের, বন্ধুদের সাথে মিশে ফেনসিডিল নেশায় আসক্ত হয়ে পরিবারের অভিশাপ হলেও পরে কূটকৌশলে মাদক ব্যবসায় জড়িয়ে পরিবারের আশীর্বাদপুষ্ট হন।
স্থানীয় সূত্রমতে, গত ১৬ বছর আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার সময়, তিনি ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ও কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর ছত্রছায়ায় থাকায় প্রশাসনও ভয়ে তটস্থ ছিলেন।
দীর্ঘমেয়াদী আওয়ামী লীগ ক্ষমতার সুবাদে কুমিল্লা শহরে বসে ঢাকা, চাঁদপুর, ফেনী, নোয়াখালীসহ সারাদেশে নারী-পুরুষ যুবকদের দিয়ে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, টাপেন্টাডল পাচার করে মাদকের ডন হিসেবে অর্থ ও বিত্ত কামিয়েছেন। দেশের নানা প্রান্তে একাধিক মাদক মামলার আসামি তিনি। পুলিশ ও র্যাবের হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
মাদকের সহজলভ্যতার কারণে এর ভয়াবহ ছোবলে আজ যুব সমাজ ধ্বংসের পথে। বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি; ঘটছে আইনশৃঙ্খলার অবনতি। কুমিল্লা শহরটি ভারত সীমান্তবর্তী হওয়ায় কাদের শহরেই আস্তানা গড়ে তুলেছেন। তার বাহিনীর সদস্যদের কাছে রয়েছে অবৈধ ভারি দেশি-বিদেশি অস্ত্র। কাদের নিজেও আত্মরক্ষার্থে অবৈধ অস্ত্র বহন করেন।
মাদক ব্যবসার প্রসার ও নিজের শক্তিশালী অবস্থান জানান দিতে কিশোর অপরাধীদের নিয়ে গড়ে তুলেছেন একাধিক সন্ত্রাসী সিন্ডিকেট। তাঁর মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে এসব বখে যাওয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের রয়েছে অসংখ্য অভিযোগ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, কাদের ও তাঁর বাহিনীর সদস্যরা মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর নেতৃত্বে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিলো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগের রাঘববোয়াল থেকে শুরু করে চুনোপুঁটিগণ আত্মগোপনে গেলেও এই কাদের শহরের আস্তানা ছেড়ে নিজ গ্রামে অর্থ নষ্ট করে শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বহাল আছেন। দ্রুত তাঁকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরী জানান, আব্দুল কাদেরের বিষয়টি তিনি অবগত ছিলেন না। এদিকে বিভিন্ন মাধ্যমের অভিযোগের সূত্র ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আব্দুল কাদেরের বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন।
এবিষয়ে আবদুল কাদেরের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করে তা সম্ভব হয়নি।