নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়াকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৪ জুলাই) ভোররাতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত মো. খোকন মিয়া (৫৫) কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, খোকন মিয়া তার হেফাজতে থাকা একটি অবৈধ বিদেশি পিস্তল নিজ বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির বাসিন্দা জহিরুল হকের বাসায় পৌঁছে দেন। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে একটি ৭.৬৫ মিমি. বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, পিস্তলটি খোকন মিয়া তার কাছে রেখেছেন। পরবর্তীতে বিভিন্ন উৎস থেকে যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায় যে, অস্ত্রটির প্রকৃত মালিক খোকন মিয়া।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি খোকন মিয়া ও উদ্ধারকৃত অস্ত্র কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, কুমিল্লা জেলাকে অবৈধ অস্ত্রমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।