কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজোড়া মৌজায় ১৭ জুন মঙ্গলবার আদালতের রায়ে মামলার বাদী কামাল হোসেন তার জমির মালিকানা ফিরে পেয়েছেন।
সরজমিনে জানা যায়, বেজোড়া গ্রামের মৃত করম আলীর ব্যাপারীর ছেলে কামাল হোসেন ২০১০ সালে জৈনক আব্দুর সাত্তারের কাছ থেকে দুই শতক জমি ক্রয় করেন। তবে দীর্ঘদিন ধরে তিনি জমির দখল নিতে পারেননি। এরপর তিনি কুমিল্লা বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা দাখিল করেন।
১৫ বছর পর আদালতের রায়ে কামাল হোসেনের পক্ষে রায় আসে। আদালতের নির্দেশে ১৭ জুন মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ, নায়েব নাজির ও কমিশনার উপস্থিত থেকে জমির দখল বুঝিয়ে দেন।
দিনভর প্রশাসনের তৎপরতায় জমিটি দখলমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, কুমিল্লা নায়েব নাজির মোঃ বিল্লাল হোসেন, কমিশনার ইকবাল আহমেদ ভূঁইয়া ও রফিকুল ইসলাম।
জমির প্রকৃত মালিক মোঃ কামাল হোসেন বলেন, “আমি একজন প্রবাসী। বহু কষ্টে আব্দুস সাত্তারের কাছ থেকে দুই শতক জমি ক্রয় করি। কিন্তু বেজোড়া গ্রামের আবু জাহেরের ছেলে মোহাম্মদ শাহজাহান জোরপূর্বকভাবে আমার জমি দখল করে রাখে। আজ আদালতের রায়ে আমি আমার জমি ফিরে পেলাম।