1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
কুমিল্লায় আবাসিক এলাকায় অবৈধ কারখানার দৌরাত্ম্য : জনস্বাস্থ্য ঝুঁকিতে - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দখলে নিতে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জন আটক কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের কুমিল্লায় কোতোয়ালী মডেল থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক বুড়িচংয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ প্রতারক শাহিন আলমের বিরুদ্ধে নিজ গ্রামে মানববন্ধন শুভ উদ্বোধন হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। চৌদ্দগ্রামে শাহিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী চৌদ্দগ্রামে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন

কুমিল্লায় আবাসিক এলাকায় অবৈধ কারখানার দৌরাত্ম্য : জনস্বাস্থ্য ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩১২১ Time View

কুমিল্লা নগরীসহ আশেপাশের এলাকায় আবাসিক এলাকায় লাইসেন্সবিহীন ও নিরাপত্তাহীন পরিবেশে গড়ে উঠছে একাধিক শিল্পপ্রতিষ্ঠান। এসব কারখানা একদিকে পরিবেশ দূষণ করছে, অন্যদিকে মানহীন পণ্য ভোক্তা পর্যায়ে বিতরণ করে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অনুসন্ধানে দেখা গেছে, নকল বিএসটিআই মনোগ্রাম ব্যবহার করে পণ্য বিপণন করছে এসব অবৈধ প্রতিষ্ঠান। বিএসটিআই সনদ ছাড়াও, সেগুলোর নেই পরিবেশ ছাড়পত্র বা অগ্নিনির্বাপক সনদ।

**নূর ট্রেডার্স: একটি উদাহরণ**

কুমিল্লা নগরীর হাউজিং স্টেট এলাকায় ‘নূর ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যেখানে বিএসটিআই অনুমোদন ছাড়াই সরিষার তেল, চা-পাতা, মসলা ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, আবাসিক ভবনের নিচতলায় অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য প্রস্তুত করা হচ্ছে। কারখানার ভেতরে মাছি, ধুলাবালি ও অপরিচ্ছন্নতার ছাপ স্পষ্ট। উৎপাদিত পণ্যের মোড়কে নকল বিএসটিআই মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জামাল উদ্দিন স্বীকার করেছেন যে, তাদের লাইসেন্স এখনো প্রক্রিয়াধীন।

**আইন ও জনস্বাস্থ্যের হুমকি**

বাংলাদেশের খাদ্য আইন অনুযায়ী, ভোগ্যপণ্য উৎপাদনের জন্য বিএসটিআই অনুমোদন বাধ্যতামূলক। পাশাপাশি, নগর পরিকল্পনা আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় শিল্পকারখানা স্থাপন বেআইনি। বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনবিহীন কারখানায় উৎপাদিত খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর।

**স্থানীয়দের অভিযোগ**

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব কারখানার কারণে এলাকায় দূষণের মাত্রা বেড়েছে। রুমানা আক্তার নামে এক বাসিন্দা বলেন, “কারখানার দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। শিশুরা শ্বাসকষ্টে ভুগছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।” স্থানীয় দোকানিরাও স্বীকার করেছেন যে, নূর ট্রেডার্সের পণ্য তুলনামূলক সস্তা হলেও গুণগত মান নিয়ে সন্দেহ রয়েছে।

**প্রশাসনের প্রতিক্রিয়া**

কুমিল্লা জেলা বিএসটিআই উপ-পরিচালক কে এম হানিফ জানিয়েছেন, “আমাদের পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট সংকট রয়েছে। তবে আমরা ধাপে ধাপে অভিযান পরিচালনা করছি। নূর ট্রেডার্সের অভিযোগটি পেয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহুরা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বিএসটিআই’কে সাথে নিয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করবো।”

**উপসংহার**

অবৈধ কারখানাগুলো শুধু জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, বরং নগর ব্যবস্থাপনার জন্যও মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও কঠোর তদারকির আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com