কুমিল্লা নগরে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ চলাকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই সাংবাদিককে কিল-ঘুষি মারার পাশাপাশি তার হাঁটুর ওপর ছুরিকাঘাত করেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে। হামলার শিকার সাংবাদিক বাহার রায়হান সময় টিভির কুমিল্লা প্রতিনিধি হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীদের মতে, পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা ‘অবৈধ কমিটি মানি না, মানবো না’ স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তারা নগরীর বিভিন্ন সড়কে মিছিল করার পর পূবালী চত্বরে অবস্থান নেয়।
সংবাদ সংগ্রহের সময় বাহার রায়হানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এক পর্যায়ে তার হাঁটুর ওপর ছুরিকাঘাত করা হয়, ফলে গুরুতর রক্তক্ষরণ হয়। তাকে দ্রুত কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকেরা জানান, ছুরিকাঘাতে তিনটি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
ছাত্রদল সূত্রে জানা যায়, সাত বছর পর কেন্দ্রীয় ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেয়।
নতুন নেতৃত্বের মধ্যে দক্ষিণ জেলা ছাত্রদলে কাজী জোবোয়ের আলম জিলানী সভাপতি এবং এমদাদুল হক ধীমান সাধারণ সম্পাদক হয়েছেন। মহানগর ছাত্রদলে নাহিদ রানা সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এই সিদ্ধান্তে পদবঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পূবালী চত্বর অবরোধ করেন, যার ফলে নগরবাসীদের ভোগান্তি পোহাতে হয়।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ছাত্রদলের কমিটি যথাযথভাবে অনুমোদিত হয়েছে। তবে পদবঞ্চিতদের বিক্ষোভ এবং সাংবাদিকের ওপর হামলার বিষয়টি দুঃখজনক। দলের পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, “হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”