নিজস্ব প্রতিবেদক,
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আদর্শ সদর উপজেলার সদর ঝাউতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা স্বার্থ লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় জননী ডায়াগনিস্টিক প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রোগ নির্ণয়ের রাসায়নিক দ্রব্য) পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। রোগীদের স্বাস্থ্যসেবায় গাফিলতি রোধে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
SPICY BURG ফাস্টফুড
খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে, বিশেষ করে খাবার তৈরির স্থানে তেলাপোকা ও ছাড়পোকার উপস্থিতি থাকায়, প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোঃ কাউছার মিয়া, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।
অভিযানে সহায়তা করেন ফরিদা ইয়াসমিন, অফিস সহকারী এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।