নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা পুলিশ লাইন্সে আজ মঙ্গলবার (২০ মে) অনুষ্ঠিত হলো অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ও মহড়া। এতে অংশ নেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার ওয়্যারহাউজ ইন্সপেক্টর দেবব্রত কুমার মন্ডল উপস্থিত পুলিশ সদস্যদের অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও প্রযুক্তি সম্পর্কে দিকনির্দেশনা দেন।
পুলিশ লাইন্স মাঠে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির বাস্তব প্রদর্শনী করেন। পরে পুলিশ সদস্যরাও অংশ নিয়ে তা অনুশীলন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ধরনের মহড়া পুলিশ সদস্যদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে তোলে বলে মন্তব্য করেন কর্মকর্তারা।